তোমার ছুয়ে যাওয়া অন্ধকার ছুয়ে এসেছি কাল রাত্তিরে।

কেও বুঝেনি ওরা!

আজ আমি চাঁদ পাঠাবো একটু ছুয়ে দিও,
ওরা যেন কেও বুঝে না প্রিয়।