বেচাকেনা হয় দেখো
আবেগ-অনুভূতি
ভালোবাসা
কিংবা
দেহ!

আহা,দেখেনা কেহ?

দেখে দেখে কেনে সবে
বেচে আঁখি দুটো বুজে
তারপর আর তার কে রাখে
কোনো খোঁজ!

বেচা হয় হররোজ
শিল্পের গুনাগুন
শিল্পির কান্না
অনলাইন রান্না
আইন আর আদালত
সাক্ষী'র ইজাজত!