কেবল আলু, ডিম, ডাল।
জানিনা, কি যে হবে কাল!

প্রতিদিনের রান্না,
দেখলেই চাপে শুধু কান্না।

আলু,ডিম,ডাল
অতীষ্ঠ হয়ে যাচ্ছে
জীবনটার হাল।
আলু, ডিম এবং ডাল।

সকাল,দুপুর,রাতে
একই খাবার পাতে।

এরই মাঝে যাচ্ছে কেটে
প্রহর, বছর, কাল।

জানি আগামীকালও হবে
আলু,ডিম এবং ডাল।

(১৩/০৯/২০১৩ তারিখে  ঢাকার জিগাতলায় মেসে থাকাকালীন এক মেস মেম্বারের টানা সাত দিন এরুপ বাজারের প্রতি বিরক্ত হয়ে এই কবিতাটি লিখেছিলাম)