পরীক্ষা নিয়ে ভিশন চাপে আছি
ওদিকে বাবার অপারেশন!
এটা ,সেটা, এ ডাক্তার, ও ডাক্তার করে করে হাপিত্তেশ।

তাই ঠিক মতো ভালোবাসিবারে পারি নাই ক’টা দিন।

ভূল বোঝোনা কিন্তু।

এতো অস্থিরতায় , চাপের মাঝেও একটি বারও  ভূলিনি তোমায়।


কি ভাবছো?

কাকে বলছি?

তোমাকেই বলছি , শোনো;


বিয়ে করতে দাওনি তোমায়, প্রেম করতেও দাওনি!
তাই বলে কি ভালোবাসতেও দেবে না?

না , তা তো হয় না।

তোমাকে ভালোবাসতে তো তোমাকে লাগে না স্বয়ং।

আমি একাই ঢের ভালো বাসতে পারি তোমায়।
প্রিয় সোনাই, শোনো ;


ভালবাসি ভালোবাসি আমি শতবার,
তোমারেই তোমারেই খুজি যতো বার।

আর কোনো মুখ প্রানে ধরে না
আর কিছুতে মন ডরে না ।
ভালবাসি ভালোবাসি আমি শতবার,
তোমারেই তোমারেই খুজি বা
নাই খুজি যতো বার।