মেঘ, জল , আকাশ নিয়ে
ভালো আছি।
ভোরের রবি, মিষ্টি হাওয়া ;
ভালো আছি।
ভালো আছি ,
পুকুরের জল, টলটলে চোখের কোনে।
ভালো আছি,
বৃক্ষ ,তরু একলা একা;
গহীন বনে।
মাঝ দুপুরের তপ্ত রোদ,
ভালো আছি।
খামক্ষেয়েলি তোমার মন !
ভালো আছি।
ঘোমের ঘোরে তোমায় দেখে
বোকা হাসি;
ভালো আছি।
তোমায় বকে, তোমাতে কেঁদে, তোমার জন্য
ভালো আছি।
ভালো আছি
তোমার ঠোটে , কালো তিলের
নিরব হাসি।
ভালো আছি
কল্পনাতে, তুমি থাকো চাঁদের ভাজে ।
ভালো আছি
তুমি যখন
নববধূর রঙিন সাজে।