বন্ধ হয়েছে ফোন নম্বর
বদলে ফেলেছো বাসা,

তাই বলে কি ভেবেছো তুমি
ছেড়েছি সব আশা?

চলে গেছো এ পাড়া ছেড়ে
অনেক দূরের দেশে

এখনো তবে রাত দুপুরে,
অমনি কে সে হাসে?

এখনো মাঝি জাল ফেলে যায়
নদীর গভীর ভাজে,

এখনো আকাশ রাগ হলে
কালো মেঘে সাজে।


এখনো তোমার বাগান জোড়ে
কাঠগোলাপের সুবাস,

এখনো আমি তোমায় খুজি
ধানমন্ডি লেকের দু'পাশ।

এখনো তোমায় স্বপ্ন দেখে
ঘুম ভেঙ্গে যায় রাতে,

এখনো আমি স্বপ্ন বুনি
থাকবো দু'জন সাথে।


দু'জনে কুজনে ঘর ভরাবো
হাজার কথা মালায়

রাগবে তুমি, গড়বে জল
হাসবো আমি হেলায়।


স্বপ্ন গুলো শক্ত ,গভীর
ঠিক আগের ই মতো,

হয়তো তুমি ব্যস্ত এখন
ঘর সাজানোর ছুতোয়।