পেয়েছি যা, তাই থাকেনি , তাই ফেলেছি হারায়ে।
একলা ছিলেম, একলা রয়েছি , দিয়েছো আমায় তাড়ায়ে।
দিয়েছিলে কথা যথাতথা, বুঝিয়েছো আবার অতো।
এ জগতে নেই যেনো আর , অমন তোমার মতো।
বলেছিলে তুমি , সুখ নাকি হায় কেবল ছাড়াছাড়িতে।
তাই বুঝি একলা করে, ফিরলে না আর বাড়িতে ?
প্রাপ্তিতে তাই সুখ মেলেনি,দিয়েছিলে সোজা বলে
অপ্রাপ্তিতে ভালোবাসা পড়ে কি তবে ঢলে?
ভালোবাসলেই পেতে হবে না, থাকতে হবে না কাছে;
এগুলো সব তোমার কথা, আমার কাছে মিছে।
আমি বুঝি ভালোবাসার আরেক নাম যে তুমি,
তোমার কাছে ভালোবাসা শুন্য মরূভূমি।
তোমার কাছে সুখ যারে কয়,
আমার কাছে অসুখ।
তোমার কাছে প্রেম যে কি?
আমার কাছে প্রাপ্তি।
তুমি যেথায় আধার খোজো সেথায় ছিলো তারা,
চোখ মেলে তার খোজ করোনি তাই মেলেনি সাড়া।