হয়তো আকাশ ছুঁয়ে দিতে পারবো না ,
কিন্তু নীল ?
তা তো দেখতে পাবো।
প্রানভরে দেখবো নীল, দেখবো আকাশ ।

শঙ্খচীল  হয়ে উড়তে পারবো না,
হয়তো ফিরবোও না তা হয়ে।
কিন্তু জীবন ?
তা তো পরখ করেই চলেছি।

ভূবন জোড়ে বসতি আমার ,
আকাশ জোড়ে স্বপ্ন।
চাই না আমার এতো কিছু,
কোন ধন রত্ন।

হয়তো পৃথিবী জোড়ে নাম হবে না আমার,
কিন্তু  আমি ?
আমি তো আমাতেই ধন্য।
নিজের মাঝেই খুজে পাই গভীর এক অরন্য।


ভূবন জোড়ে বসতি আমার ,
আকাশ জোড়ে স্বপ্ন।
চাই না আমার এতো কিছু,
কোন ধন রত্ন।

আমার আছে সোনার বাংলা,
আমার আছে মা।
আমার কাছে যা আছে
তাঁর নেইকো তুলনা।

আমার বুকে হৃদয় আছে,
সেথায় আছে স্বপ্ন।
একদিন ঠিকই আমার মাটিতে
হবো আমি শান্ত।