যখন তুমি চলে যাও নীল দিগন্ত পেরিয়ে,
রংধনু এড়িয়ে।

পড়েনা কি চোঁখ তোমার ?
ঘাস্ফড়িং এর পানে একটি বার।

ওগো মোর অবুঝ মতি,
হাজার রঙের প্রজাপতি।

কতো অপরুপ , কতো ছলনা!
কতো মায়া দু'চোখে তোমার।
কতো আর্তনাদ তোমায় ঘিরে,
বোঝোনা কেন একটি বার?