আজ আর কোনো ভালোবাসার
কথা নয় !
আজ কেবল চোঁখ মেলে, নীল
আকাশে চেয়ে থাকা।
ধুম্রজালে আটকে থাকা এলোমেলো কোনো প্রেমের
কাব্য নয়।
সহজ সরল নদী'র জলে শুধুই
সাতরে চলা।
দূরন্ত পাখির মতো, শংখচিলের মতো।
কেবল ডানা মেলে আকাশ
দাবড়ে বেড়ানো।
আজ আর বলবো না , 'তোমায়
ভালোবাসি' ।
কেবল নিজের মতো করে বাঁচা।
আর তো নয় নিজেকে তোমার
কাছে যাঁচা।
তাই কি ভেবেছো তোমার অস্তিত্ত্ব
নেই আমাতে?
তুমি তো লেগে আছো হাড়,
মাংস আর জামা তে।