রিনিঝিনি অশ্রু
আজি বৃষ্টি নামে ঝরে,
এতো সুর তবু কারো কথা,
মনে নাহি পড়ে।

এতো ছায়া ,এতো মেঘ;
তবুও যে আসছে না কিঞ্চিৎ
আবেগ !

শুভ্র মেঘেরা বড় একেলা,
ওদের দেখতে দেখতেই
তো কেটে গেলো বেলা।


ওদের কষ্ট দেখে বড় শোক হয়,
ওদের হৃদ টা কেনো আমার
মতো নয়?

ওরা হয়তো পারেনি মেঘিনি কে ভূলতে !
তাইতো এখনো আছে ওরা দূলতে।

আমি তো ভাই আকাশ নই !
ওতো মেঘ তবে ; এ বুকে কেমনে রই?

তাইতো আমি স্বাধীন , মুক্ত,
ঝরে নাকো জল,
মেঘ তুমি ঝরছো কেনো ?
কে করেছে ছল ?