চুপিসারে কারা, নেড়ে যায়
কড়া ?
কাদের এতো, রাত পোহাবার
তাড়া ?
যে জলে আগুন জ্বলে,
সে জলে কে, ডুব দিলে ভূলে ?
আজ কি রাতের আঁধার
গুলো মেঘের থেকেও কালো ?
নইলে কেনো এমন রাতে,
চোখে বৃষ্টি এলো ?
ঐ যে ওরা ঘুমায় দেখো, যাদের
আছে প্রিয়,
আবার ওরাও ঘুমায়
যারা বুঝেনি কি শ্রেয় !
মাঝ রাত আর মাঝ
দুপুরে কি বা আসে যায় !
শত সুখের স্মৃতিরা যখন অনেক
বেশি ধায় !
অনেক যখন স্বপ্ন আসে অনেক
আসে সুর।
অনেক জনার মাঝেও কি যেন খুব
দূর !
নিভৃতে কে শিষ কেটে যায় ?
কে বা বাজায় বাঁশি ?
দূর হতে কার নূর দেখা যায় ?
মায়া রাশি রাশি।