হয়তো, তোমার নাম দিতেই ভূল
হয়েছিলো আমার!

যদি বলতাম ফুল,
তবে হয়তো ,সুগন্ধ না ছড়ালেও
হতে কিছুটা কোমল।

বলতাম যদি ,তুমি মেঘ;
ঝড়ে না পড়লেও
হয়তো, থাকতো কিছুটা আবেগ।

নাম যদি দিতাম তোমার
ঘৃতকুমারী,
কাটা কিছু থাকলেও; তুমি হতে আমারি।

তোমার নামটা দিতেই ভুল
হয়েছিলো আমার।

বলেছিলাম তোমায় আমি রঙিলা প্রজাপতি।
গন্ধ নেই, স্বাদ নেই  ঠিক যে নেই
মতি।

এই তুমি ফুলে বসো, এই বসো ডালে।
এই তুমি সামনে আসো ,এই আড়ালে।

কখনো তুমি মেঘ ছুয়ে দাও,
কখনো ছোঁওয়াও হৃদয়।

কখনো তুমি কাছে আসো ,কখনো বলো বিদায় !