স্বপ্নটা বেশ আজব ছিলো !
যদিও বেশ এলোমেলো;
সে যে কেবলি, এলো আর গেলো।
ঝড় এলো, বজ্র পড়লো
তবুও হৃদয় ঠান্ডা হলো।
কতো যে বদলেছি আমি!
নইলে তোমার ভালো দেখে,
এতো কেনো হিংসামি?
দেখলাম,বেশ গোছালো তুমি।
সব কিছু বেশ পরিপাটি।
তোমার মাঝে নেই হারানোর রেশ টি।
ক্রান্তিকালে যদি কভূ তব মনে চায়,
স্বপ্নে তবে এমন টি নয়,
পুরোপুরি আমার হওয়া চাই।
নচেৎ তুমি এসো না আর, দেখাতে তোমার সুখ।
যে সুখ দেখে স্বপ্নে আজো ,ভেঙেছে আমার বুক।