আজ জোৎস্না রাতে দূর
আকাশে জলছে হাজার তাঁরা
বন্ধু তোমায়
ভেবে ভেবে আমি দিশেহারা।

হাজার তাঁরার ভিড়েও যেমন
চাঁদটা একাকী,
শত সুখের মাঝেও আমি নিরব
একটা পাখি ।

নিরবে যাই কষ্ট সয়ে,
দু:খগুলো ভালবেসে বাজাই সুখের
বাঁশি।
দু:খ পেতেই তোমার
কাছে ফিরে ফিরে আসি।