কবি ' র ব্যক্তিগত কিছু দুঃখ থাকে
খুব গহীনে না পাওয়ার ব্যথায় ঢাকে

কবিতা জুড়ে
ছন্দের সুরে
কবি'র কিছু সুখ থাকে
অনেক দূরের মানুষ থাকে।
কবি'র কিছু দুঃখ থাকে
একান্ত ব্যক্তিগত
গোপন খামের কষ্ট থাকে
কুকড়ে যাওয়া কবির কিছু
বেখেয়ালি ভাবনা থাকে।

কবি যদি হতে চাও
বুকের ভেতর
গোপন কিছু খুঁজে দেখো
কারোর কি ছবি পাও?

যদি সব পেয়ে যাও
ভালোবাসা হতে পাও
ডাল, নুনের হিসেবে জড়াও

আর যদি না পাও
কবিতায় ছন্দে
চিরদিন তুমি তাকে
খুঁজে নাও।


না পাওয়ার কষ্টে
গভীর স্বপনে
হারানোর কষ্টে
কবিতা টা ছেপে যাও।