ধূলোর শহরে ভালোবাসা তুমি,
কিশোরীর চুলে গাদা -গোলাপ হয়ে ফুটো।
বসন্ত দিনে শহুরে রমনীর
লাল-বাসন্তী শাড়ী হয়ে উঠো।
ভালোবাসা তুমি মেঘ হয়ে যাও
বৃস্টি হয়ে ঝড়ো।
ভীড় বাসে তুমি সকাল সকাল
সুবাসখানি ছাড়ো।
ভালোবাসা তুমি
স্কুল পালানো
কিশোরের হাতে ফুটা ফুল।
ভালোবাসা তুমি কিশোরী মেয়ের
প্রথম করা ভুল।
ফাগুন তুমি আগুন হয়ে
কৃষ্ণচুড়ায় থাকো
ঘর-বাহিরে বসন্ত সুখ
নানান রঙে আকো।