পরিচয় দিয়ে বেড়াই মধ্যবিত্ব!

আসলে নিম্ন মধ্যবিত্তের থেকেও নিম্নস্তরে বেড়ে উঠা জীবন।
ছাত্রজীবনে টিউশনি, এটা ওটা করে জীবন পাড়।
সরকার দলীয় ছাত্ররাজনীতি করলে হয়তো সরকারি  চাকরিটা যুটেই যেতো।

কিন্তু, তবুও তো ব্যাকআপ লাগে।
জেল জরিমানা হতে পারতো
ভালো একটা বাইক লাগতো
মাসে মাসে টাকা লাগতো।
কিংবা বাবার রাজনৈতিক পরিচয়!

বাবা আমার রাজনীতি করেনি
কাটিয়েছে ছা-পোষা জীবন।

বাবার অধ্যায় শেষ!


প্রকল্পে কাজ পেয়েছি বড়বাবুর দয়ায়।

ওসব সরকারি চাকুরি পেতে টাকা লাগে, মেধা লাগে
কোন কিছুতেই পরিপূর্ন নই।

কে যেন বলেছিলেন?
টাকা সুখ কিনতে পারে না!

আপনি দেখে যান-
টাকা ছাড়া বাচ্চার দুধ হয় না
মায়ের ঔষধ হয় না
প্রেয়সীর প্রিয় ফুল কেনা হয় না

টাকায় সুখ কেনা যায়।
টাকায় ভালোবাসা কেনা যায়।
টাকায় চাকরি কেনা যায়।