কাননে ফুটেছে আজি আমের মুকুল
স্নিগ্ধ ভোরে ঝরা শিউলি বকুল।
মুগ্ধ নয়ন দু'টো আবেগে আকুল
ফালগুনে শুকনো নদীর দু'কুল।
আহ! প্রেম, মরি মরি
এতো ফুল চারিদিকে
শিমুল, কৃষ্ণচূড়া, নেইকো জুড়ি।
গোলাপ টগর আর গাদা কাড়িকাড়ি
নীল শাড়িতে প্রিয়া, প্রেমেতে পড়ি।