কিচ্ছুটি বলার নেইকো আর
নেই কোন কিছু ভোলবার।
যা কিছু মনে
যা আছে প্রাণে
স্বয়নে ,স্বপনে
ঘুমে জাগরণে।

খড়, বিচালি, ঘাস তরুর কথা
সুখ ,দুঃখ, হাসি আর ব্যথা
সব তার হইয়াছে বলা
কৃষ্ণ কাক , হাসের ধবল গলা।

বলেছেন কবি, মিটেছে আশ
প্রিয় জীবনানন্দ দাশ।
প্রকৃতির তুমি
নাকি, প্রকৃতি তোমার
বুঝিনি তো আমি
সাধ্য নাই আমার।

শুধু কেবল, যা লিখিবার চাই
দেখি তাহা তুমি লিখিয়াছ তাই।
মনের বেদনা, মনের আনন্দ
তুমি প্রকাশ করিয়া গিয়েছো
বনলতার সেই জীবনানন্দ।

হংস মিথুন আর
কার্তিকের মাস
শিশির ভেজা মনে
তুমি বারো মাস

ভক্তি,ভালোবাসা
নিও তুমি কবি
জীবনানন্দ মানে
বাংলার ছবি।