এই দাবি আদায়ের সিজনে,
বসা হবে আমরণ অনশনে!

ফিরে পেতে সেই সোনালী সুদিন
শৈশব কৈশোরে কথা না রাখা বালিকা
হারালো যেদিন।

হারানো সে ভোর
হারানো সে দিন।
আমেরিকা,জাপান
কেউ আছে চিন!

এবার কঠোর হবে, অবরোধ
হরতালে স্লোগানে শুধু, অনুরোধ
সরকার থেকে জাতিসংঘ
ফিরে পেতে সেই পুরোনো সঙ্গ।

বর্ণমালা থেকে গণ স্বাক্ষর;
দেয়ালে গ্রাফীতিতে কেবল তোমার
নামের প্রথমক্ষর।