এমনি এক কার্তিকের কাক ডাকা ভোরে,
প্রস্থান করতে হবে দূর বহুদূরে।

এই হেমন্তে, হলুদ সবুজে একাকার ফসলের মাঠ,
বছরের ক্লান্তি মিটিয়ে শিশু চুকাবে পাঠ।

এমন কার্তিকে, এমন ভরা পূর্ণিমার শেষে , শিশিরে শিশিরে
কবি হয়ে যাবে কতো গন্তব্যহীন।
তবু, একদিন এমন কার্তিকে দেখো
বন্ধুর পথে ছড়ানো থাকবে সুদিন।

প্রস্থান,  আবির্ভাব যা কিছু আছে
সবকিছু হবে যেনো; এই বাংলার বুকে,কার্তিকে।

দেহ যদি মিশে যায়, বাংলার ফসলে, ফুলে
একদিন দেখা হবে, এই বাংলার কুলে।

এমন কার্তিকের ভোরে
দূরে বহুদূরে
হেমন্ত সুরে
শিশিরে শিশিরে।

আধভেজা মাছরাঙা
অর্ধেক কামরাঙা
হেমন্তের দিন
দেখা হবে যেনো
এখানে সেদিন।