অলস সকালে বাইরের ঝলমলে আলোর পানে তাকাতেই
কবিতার দল,
কানাঘুষা শুরু করে, ঘষাঘষি করে বসতে চায় মনের উঠোনে।
মনে পড়ে ফেলে আসা দিন,
হিজল, জারুল, বকুলের ঋণ।
মনে পড়ে ভীষণ রোদে ক্লান্ত জীবনে
একরাশ শীতল বাতাসের গান।
দিনভর দখিনা বায়ু পথে
আড্ডায় গানে অভিমানের সাথে।
কতো আলাপন, কতো আয়োজন।
কবিতারা সময় বোঝে না,
স্থান কালের ধার ধারে না।
কেবল নিয়ে যায় বাশ-বেতের বনে
পুকুর-নদীর, পাখির গানে গানে।
এমন বৈশাখের তপ্ত রোদের, ভীষণ রকম আলো
অশ্বত্থের বটের, আম কাঠালের ছায়া মনে এলো।