চেয়েছি তোমাকে ঢিলেঢালা হরতালে

ভীষণ অবরোধ, সমাবেশ।
হোক অসহযোগ তাতে কি?

এমন হেমন্তের বৃষ্টি ফোটায়; তোমাকেই চেয়েছি।

উনসত্তর, অভ্যুত্থান
নব্বই স্বৈরাচার।
ওয়ান ইলেভেন
শাহবাগ, জনতার মঞ্চে;
তোমাকেই চেয়েছি
পাখিদের কুঞ্জে।