আজ আবার অনেকদিন পরে
যবে চলেছি ফিরে
দূর-বহুদুরে!
সেদিনের যতো মায়া সব ফেলে
অবিরত সুখ পাখা মেলে
নীল হতে নীলে।
তখনি গরজি মেঘ শতশত
হুংকারে আসিছে অবিরত
করো মাথানত!
ওরে অবুঝ সাবালকের দল
অতীতের নকল
করো অবিরল?
সত্য সুন্দর সূর্য যেমন
অপবাদে গোপন
হয় কি কখন?
ত্যাগপত্র যদি সুখী করে হায়
কেমনে ত্যাগিবে হৃদয়?
হয়তো ত্যাগীবে কায়!