ফাগুন দিনে
সেগুন বনে
ঝরা পাতার শোক।

মনের কথা
করতে আড়াল
লুকিয়ে রাখা চোখ।

ধুলা বালি নিচ্ছি সাথে
ফুল  তোমার হোক।