পল্টন হতে রেসকোর্স ময়দান
জনসমাগম যদি সমুদ্র হয়ে যায়!

ঢাকা হতে লন্ডন,
জেনে রেখো দূরে নয়।

বুলেট, টিয়ারশেল,লাঠি আছে যতো
বিপ্লবী জনতার মাথা নয় নত।

দুর্বার প্রতিরোধ, প্রতিদিন-প্রতিরাত
যতোই করো আঘাত, দাও যতো অপবাদ।

সূর্য হাসছে তবু বলো তুমি  হাসি না
আর কতো অন্যায় করে যাবে জানিনা।