ভূরিভোজ হয়ে গেলো খিচুড়ি, তেহারী।

কাঙালের খোঁজ নেই।
বাড়িতে আজ আর, রান্নার কাজ নেই।

শাটিয়েছি নিজে আর পাঠিয়েছি শালা কে
অনাহারী পায় নি, তোমার এতো জ্বালা কে?