১ নভেম্বর, ২০১৮
সেদিন আমার জন্মদিন ছিলো।
সারাদিন অফিসে ভিশন ব্যাস্ত।

আব্বার শরীর টা ক্রমেই আমাদের ছেড়ে যাচ্ছিলো।

আব্বা বললেন, কোন ডাক্তার আর দেখাবেন না!

৫ নভেম্বরের ট্রেনের টিকেট কাটা হলো আব্বা কে নিয়ে বাড়ি যাওয়া হবে।

কিন্তু না, আব্বা ১ তারিখেই বাড়ি যাবেন।

অফিসের কলিগ হুমায়ুন কে বললে দ্রুত টিকেট যোগাড় করে দিলেন,  ১ নভেম্বরের।

অফিস শেষে বিকেলের ট্রেনে আব্বা আম্মাকে নিয়ে ঢাকা ছাড়লাম।

পরদিন ঢাকায় ফিরে আবার অফিস,কাজ,পেট ভাত।

৫ নভেম্বর, ২০১৮ আব্বা চলে গেলেন,টিকেট, ট্রেন,হুমায়ুন কাওকে লাগলো না!
কোথায় গেলেন, আর আসলেন না।

৫ টা বছর আব্বা কে স্বপ্নে দেখার আশা নিয়ে ঘুমাতে যাই
আব্বা,স্বপ্নে আসেন কিন্তু স্বপ্নেও বুঝি,
আব্বা আসলে নাই।