একবার খোলসের বাইরে এসে,
দেখো আকাশটি নীল নেইকো আর!
বাতাসের গন্ধে প্রেম নেইকো আর!
কেবল আর্তনাদ, কেবল বেদনা
কেবল হতাশা, কেবল যাপিত জীবন।
জীবনের রঙে আঁকা হয়েছে রাজপথ, পথে ঝরেছে ফুল
শুধু একবার,
খোলসের বাইরে এসে দেখো
ফুটেছে বেদনার হুল।
তবুও এসো মেঘেদের দেশে, বৃষ্টি ঝরা গানে
এসো ফাগুন হাওয়ায়,
এসো জীবনের পথ চাওয়ায়
দেখো, এখনো কতো প্রেম
কতো মায়া-মোহ
কাটিয়ে বেদনার দ্রোহ
চলেছে নিরন্তর।
কেবল একটিবার
খোলসের বাইরে এসো।
এসো সত্যের এতোটা কাছে
যেথায় সত্য-সুর্য্য হয়ে ঝরে
একবার খোলসের বাইরে এসো।