ষড় ঋতুর বাংলা মা,
তোমায় ভালবাসি।

তাইতো আমি তোমার টানে
ছুটে চলে আসি।

অনেক রক্তের বিনিময়ে
পেয়েছি তোমায় মা;

তোমার ছেলের বুকে আজো ভাই হারানোর ঘা।

বাংলা তুমি আমার মা
আমার ভালবাসা
তুমি আমার প্রথম ডাক
আমার মুখের ভাষা।

বাংলা আমার প্রিয় স্বদেশ
আমার জন্মভূমি।
আমার কাছে বাংলা সে যে;
সোনার চেয়েও দামি

বাংলা আমি তোমার জন্য দিতে ও পারি জান।

জান দিয়েও রাখতে পারি আমার ভাষার মান।