বাংলাদেশের সব নদী এক,
সব ফুল,পত্র,পল্লব,কৃষক কৃষাণী
খড়ের গন্ধ এক।

এক হয়ে মিশেছে সব পথ।

হেটেছি যতোটা, হাটছি যতো
পথের ধারে ফুটে থাকা ফুল।

হিজল,জারুল,শিমুল
যা আছে সব।
সব যেনো এক।

ঐ যে দূরে গ্রাম
গ্রামের ধারে বৃক্ষরাজি
পুস্প মঞ্জুরী।
সব এক।

এক হয়ে মিশছে উত্তরের বাতাস সব দক্ষিনে।

সড়ক ক্ষেত আল
আর যতো আলো
গ্রীস্ম হতে বসন্ত
শূন্য হতে হসন্ত
যা আছে সব

তুমিও নামো পথে
দেখে যাও রুপ
ভেসে যাও আলোয়
ভাসো অপরুপ