এক ভীষণ বৈশাখী ঝড়ের রাতে
বেখেয়ালি ভাদ্রের তপ্ত দুপুরে
কিংবা ফাল্গুনে ধূলিকণার শহরে
কথামালা হয়ে, হয়ে মালার ডালা
এলোমেলো মেঘ হয়ে
হয়ে উড়োকথা।
উড়ে এসে জুড়ে বসা পাখিদের মতো
তুলো হয়ে উড়ে যাওয়া মেঘেদের মতো
চারপাশে ঘুরে ঘুরে
ভীষন ক্লান্তিতে
তোমার কোলে যদি
কিংবা তোমার দোলায়
দোলা দিতে চায় এ হৃদয়
শুধু তুমি মায়া হয়ে
হয়ে অনাবিল আনন্দ
কবিতায় ফিরে এসো
হয়ে কবিতার ছন্দ।
ভালোবাসা মেঘ যদি
ভালোবাসা ঘর
ভালোবাসা সুখ তবে
তোমার আদর।
মায়া তুমি মায়াময়
তুমি আমার সুখ
সামনে এসে প্রিয়
এলিয়ে দিও বুক।
বুক,চিবুক,ত্বক
চাইছি না কিছুই
স্তন,নাভি,অযাচিত লোম
আছে যা কিছুই।
শুধু তুমি প্রেম হয়ো,
শুধু হও মায়া
থেকে যেও ভালোবাসায়
চাই, তোমার ছায়া।