সেই কবে হলো দেখা,
শেষ শরতের পরে।
হেমন্তে এসে দেখি
সে আলোকবর্ষ দূরে।

শীতের কুয়াশা হতে গিয়ে
হয়েছো বরফ পশ্চিম কিংবা পূবে।
তুমি যাহা চেয়েছিলে
পেয়েছো কি তবে?

তব,  চারিধারে কি
কেবলি পূর্নতা?
সেথা নয়ন জলে ভরে?
হৃদয়ে কি অনুভব হয় কভু
শূন্যতা?