কতদূর নিয়ে যাবে-
উঠানের আঙিনা থেকে তাড়িয়ে
মেঠোপথ, পুকুর ছাড়িয়ে
ঝরা কংকাল পাতা
পিছু পিছু ডাকে
শৈশব চুরি করে নিলে
দাড় কাকেঁর কন্ঠ থেকে।
সন্ধ্যার চৌকাটে
উইপোকার খেলা ছলে
খেলতে না দিয়ে
প্রদীপের নিভো নিভো ছলে
যৌবন গহীনে লুকালে।
শখের বশে খেলা লাটিম
খেয়েছে নির্জনে
গিলেছে সময় ঘূর্ণনে
স্ক্যাচোয়াচে লুকিয়ে রেখে
কিশোর রঙিন স্বপন
হারায়, খোয়ায় গোলকের গভীরে
দেখি কেবল
সময়ের লাটিম নিশ্চুপ ঘুরে।
××××××××××××××
১৩ই আগস্ট ২০১৫/নেত্রকোনা।