বৃষ্টিভেজা কাকের মতোন ঘাড় গুঁজে রাখি পিঠের পালকে
কৃষ্ণপক্ষের আঁধার মেখে রাখি আনত দুচোখে
পাশবিক পুরুষ অসভ্য কায়দায় ভাঙে
তরুণীর বুকের গম্বুজ শক্ত হাতে হাতুড়ি আঘাতে
ধনুর্বাণে ছিন্ন করে সতীপর্দা- তছনছ করে তার সাজানো বাগান
পুরুষ যখন এমন কদর্য কলুষিত করুণ কংকাল
তখন পুরুষ নামে গা গুলিয়ে বমি আসে-
ওয়াক থু - ওয়াক থু!
০৬-০১-২০২০
(কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে)