তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে
পৃথিবীকে বলা হতো গ্লোবাল ভিলেজ;
বলা হতো পৃথিবী এখন হাতের মুঠোয়।
গুহা ছেড়ে গৃহবাসী আধুনিক মানবের
দানবীয় আচরণে অতিষ্ট প্রকৃতি। ফলাফল-
দিনদিন সামাজিক হয়ে ওঠা মানুষ এখন
একাকীত্বের আঁধারে বন্দী; করুণার হাতে
করোনা নামের প্রাণঘাতি ভাইরাস
গৃহবাসী মানুষ আবার একাকীত্বের গুহায়!
নামটাই আধুনিক-হোম কোয়রেন্টাইন
বর্ণাঢ্য বসন্তে পলাশের ঠোঁট ঘুণপোকাদের
করতলে। যমদূত উঁকি দেয় দরোজায়
সাহস নেই কারো, বলে দেয়-ইটস ওকে, ফাইন!
অথচ ক্ষমতার কী গর্ব ছিলো মানুষের
যে বিজ্ঞানের ওপর ভরসা সে বিজ্ঞান আজ কত অসহায়!
মধুচন্দ্রিমা রাতের গল্পও এক সময় শেষ হয়ে যায়।
ভরসা বিজ্ঞানে নয়; ভরসা রাখতে হয় স্রষ্টার অপার মহিমায়।
২২-০৩-২০২০