যখন তখন মন ভাঙো যার
কাঁচের মতোন স্বচ্ছ নরম
কান্নাগুলো দেখো না তার
হাসির রেখায় ঢাকছে শরম।

তাই বলে এই ভেবো না যে,
হৃদয়টা তার শক্ত অতি
ভুল বোঝে ঢিল ছুঁড়ে জেনো
করছো নিজেই নিজের ক্ষতি।
১১-০১-২০২১