[পুরনো কাগজ ঘেঁটে পেলাম]
লালটুকটুক শাড়ি পরে বউ সেজেছো কাল
আজকে তুমি মা হয়েছো কী যে রাজ কপাল!
দুদিন পরে তুমিই হবে দাদী কিংবা নানি
সোনার যৌবন টলোমলো কচুপাতার পানি।
হঠাৎ একদিন আসবে চলে পরপারের ডাক
ভাবছো একি বলছি এসব; হচ্ছো হতবাক?
এটাই সত্য, এটাই জীবন ক্ষণস্থায়ী ভবে
মায়া ভুলে কায়া ফেলে সবাই যেতে হবে।
মরা নদীর মতো থামবে জীবন চলার গতি
বায়ুর বেগে আয়ুর রেখায় পড়বে পূর্ণ যতি।
থাকতে হবে একলা একা বিজন মাটির ঘরে
কেউ রবে না, সবাই যাবে দুদিন আগে পরে।
ক্লান্ত যে আজ, টেনে টেনে এ সংসারের ঘানি
ভুল করো না সঙ্গে নিও পারের টিকেটখানি।
৩১-০৩-২০১৫