ভোগের হালুয়া চুকচুক দৃষ্টিতে সবার
নেই কারো চোখ- কেন হয়
সামান্য বৃষ্টিতে রাজপথ জলাধার

চেতনার গোলাঘর বেচে বেচে শেষ
একা এক প্রহরী সে কি আর পারে
তার বুকে সনাতন ব্যথার পাহাড়

খাইখাই স্বভাবটা গেলো না তো কারো
বিটুমিন কনক্রিট খেতে খেতে-
খেয়ে ফেলে সড়কের সবকটি হাড়

জানালায় প্রতিরাতে বসে থাকে চাঁদ
বিপণীবিতানগুলো আগুনের নদী
দুচোখের গভীরে তবুও অন্ধকার

পথের কঙ্কাল পথে পড়ে থাকে
সৎকারে নেই কারো আগ্রহ তেমন
গোর খোদকের কোদালে ধাতব হাহাকার

অন্তরে, অরণ্যে বাতাসের ফিসফিস
খুব বেশি দূরে নয় লাউফুল ভোর
ভালো থাক, খুব ভালো স্বদেশ আমার
০১-০৩-২০২৩