নারীর নরম জমিন বিদীর্ণ করে মাংসের লাঙল
মাটির সাথে একেবারেই কথা নেই তার
পুতে দেয় শস্যবীজ বোঝাপড়াহীন- পাঁজরের
উপকূলে ঢেউয়ের তাণ্ডব দেখে না কেউ আর
ভোগবাদী চাষ; দীর্ঘশ্বাস- ধোঁয়ায় ধূসর বায়ুর আস্তর
অসহায় ল্যাম্পপোস্টের মতো পাহারা দেয় বিনিদ্র বিমূঢ় কবি যুগের প্রগাঢ় অন্ধকার!
১৮-১২-২০২০