এইখানে মাথা রাখো, বুকের নদীতে
ওঠোক তুমুল ঢেউ;
বেদনার তীর্থ থাক পড়ে, স্মৃতির স্রোত ভাসাক তোমাকেও।
ভালোবাসা টানে জীবনের দিকে, অর্থের অভাব রোখে গতি;
এসো বাড়াই বিশ্বাস পরস্পর, পরস্পরের প্রতিশ্রুতির প্রতি।
চোয়াল ও চিবুকের চুম্বন রেখায়, স্থির রাখো ব্যথাতুর চোখ;
বাজপোড়া মন ভুলে যাক সব, অতীত দিনের জমাকৃত শোক।
আধেক জীবন গিয়েছে অপ্রেমে, আধেক কাটুক প্রেমে;
ভাঙতে ভাঙতে ভাঙনের পর, দুইজনে একসাথে যাবো থেমে।
যৌবন ফুরাবে, মৌবন শুকাবে, থেমে যাবে জীবনের সব কলরব;
যেতেই তো হবে সব ছেড়ে, তার আগে দেখে যেতে চাই ফসলের উৎসব।
২৭-০৯-২০২২