চুম্বনে চুম্বনে কত উষ্ণতা ছড়াতে রোজ
আর নেই এখন আগের দস্যিপনা
সুখগুলো বহুকাল ধরে হয়েছে নিখোঁজ

কী ছিলো ভুল হয়নি আজো জানা
বুকের শহর ছাড়লে সেই যে কবে
ভাঙা ডানার পাখিটা আর পায়নি ঠিকানা

বৃষ্টি এলেই কোথায় যেন হারিয়ে যায় নিজে
বর্ষাতি চোখ বাজায় জলের ঘুঙুর
তোমারো কি দুচোখ এমন ভিজে

বহুকাল ধরে অদেখার এই খরা
দূর করে দাও অশিশির এই দিন
মরার আগেই সয় না এমন মরা

ভাঙা ডানার সেই পাখিটা কাঁদে
বাঁধবে না সে আর কোথাও নীড়
তোমার বুকের সুনীল আকাশ বাদে
০১-০৬-২০২৩