শ্রমিকের ঘামে ভরে আছে আজ, রেডিসন ব্লুর মদিরা পানের গ্লাস;
মালিকেরা এখানে সন্ধ্যার আয়োজনে, সুর তোলে- চিয়ার্স চিয়ার্স।
শ্রমিকের পায়ে ধাতব শিকল, স্বপ্নগুলো সোনালি সিন্দুকে বন্দী;
জমকালো উৎসবে ওখানে, হররোজ চলে সিংহ ও শিয়ালে সন্ধি।
দরোজার পাশে কত হাভাতে - কত কংকাল নিরবে দাঁড়িয়ে থাকে;
একটি সোনালি সন্ধ্যার আশায়, বুকের পাঁজরে কষ্টকে খোদাই করে রাখে।
হাত বাড়ালেই রক্তিম গোলাপ, তবুও তাদের দিন কাটে সুরভিবিহীন;
নিউরনে নিউরনে মুদ্রাস্ফীতি, রক্তে হাঁটে অভাবের নিকোটিন।
পিচের সড়কে পড়ে থাকে তারা, পাংশু অবয়ব দেখে যায় চেনা;
অথচ জানে না তাদেরই রক্ত, চড়া দামে কারা করে বেচাকেনা।
বঙ্গবন্ধু নেই, মিছিলের তাড়া নেই, ভুলে গেছে সবাই প্রতিবাদের ভাষা;
জলহীন যেমনটি মরে যায় গাছ, তেমনই মরতে বসেছে আশা।
যাদের জীবন থেকে মুছে গেছে প্রেম, বালির মতোন জমে আছে অনাদর;
তাদের শরীরে বড়ো প্রয়োজন, ভালোবাসার একটি সুগন্ধি চাদর।
২৯-০৯-২০২২