আমাকে দুঃখের চিতায় তুলে আছো কি সুখে
ঝরে না কি এক ফোঁটা জল ওই কাজল চোখে
লাগে না কি ব্যথা, ওঠে না কি ঝড় তোমারি বুকে?

আমাকে দুঃখের চিতায় তুলে আছো কি সুখে?

বলেছিলে যাবে না দূরে যতই আসুক ঝড় যন্ত্রণা
আজ কেন গেলে চলে বলে গেলে না
বুকে নিয়ে ক্ষত আহত পাখির মতো মরি ধুকে ধুকে!

আমাকে দুঃখের চিতায় তুলে আছো কি সুখে?

ভালোবাসা মরে যায় স্মৃতিরাতো মরে না
হৃদয়ের ক্যানভাসে খুঁজে নেয় অমর ঠিকানা।

বসন্ত সন্ধ্যায় মনের গোপন জানালায় পাও না কি
শুনতে অনিদ্র কোকিলের ডাক
ওঠে না কি ভেসে আলো-আঁধারে ঘেরা জীবনের ভরা বাঁক
হাজার স্মৃতির ভিড়ে আমাকে ঘিরে কোন স্মৃতি
দেয় না কি উঁকি ভেজা দুচোখে?

আমাকে দুঃখের চিতায় তুলে আছো কি সুখে?

আমাকে দুঃখের চিতায় তুলে আছো কি সুখে
ঝরে না কি এক ফোঁটা জল ওই কাজল চোখে
লাগে না কি ব্যথা, ওঠে না কি ঝড় তোমারি বুকে?

আমাকে দুঃখের চিতায় তুলে আছো কি সুখে...
১৩-০১-২০২০