সরলতাকে মনে করো না দুর্বলতা
পাটিগণিতের অংক সরল নাম হলেও
একবার ভুল হলে বোঝা যায় কতটা জটিল
জীবন তো আরও জটিল; জীবনের
জাবেদা, রেওয়ামিল বীজগণিতের
ফাংশন, ক্যালকুলাস থেকেও বিস্তর কঠিন।

নীরবতা সম্মতির লক্ষণ হলেও আজীবন নয়
রুমালের ভেতর মুলা লুকিয়ে পিঠে ঠেকিয়ে
দেখাও তীক্ষ ছুরির ভয়;
অথচ জানো না, কবেই পেরিয়ে এসেছি
ইরাক, সিরিয়া, তুরস্কের মতো শংকিত শহর।

লেবাসী ধর্মের আড়ালে স্বার্থের লড়াই বুঝতে
আর বাকি নেই; গিরগিটির রঙ বদলের ব্যাকরণও
মুখস্ত করে ফেলেছি এতদিনে। চোখের আইবলে
স্ক্রলিং বিজ্ঞাপনের ভাষা তেমন দুর্বোধ্য নয়।

কল্পনায় বোনা কুটিল স্বপ্নের ধারাপাত
সিডিপি ফিল্মে রক্ষিত; প্রিন্টারে দিলেই
ছাপা অক্ষরে এসে যাবে সবার গোচরে
শান্তি বিনষ্টের ভয়ে চুপ করে আছি
একবার মুখ খুললে পালাতে পারবে না
ভালো হয়ে যাও; ভালো হতে পয়সা লাগে না।
১১-০৩-২০২০