শেষ তো হয়ে এসেছে জীবনের কানামাছি খেলা
গোধূলি সন্ধ্যার রঙ মেখে চোখে আজো ভালোবাসি
ভালো আছি, অচেনা শহরে একাকী প্রহরে
অনেক - অনেক ভালো আছি মোহন মৃত্যুর কাছাকাছি।

অপেক্ষায় থেকে থেকে ভেঙে গেছে যখন ধৈর্যের বাঁধ
ফুরিয়ে গেছে যখন যন্ত্রণাদগ্ধ বুকে
বেঁচে থাকার স্বাপ্নিক সাধ
তখন যদি না দেখা হয় আর, ক্ষমা করে দিও সব অপরাধ।

ভালো থেকো, সজল নয়নে শীতল শয়নে
বসে থেকে করো না বিলাপ
নাইবা দিলে ভালোবাসা, ব্যথিত বদনে দিও না অভিশাপ।
০৭-০১-২০২০