ট্রায়োলেট


ফাগুন জ্বালায় আগুন মনে সর্বনাশী ক্ষণ
স্বপ্ন কুড়াই স্বপ্ন হারাই নিহত হই রোজ
দখিন হাওয়ায় ডানা মেলে উড়ালপাখি মন
ফাগুন জ্বালায় আগুন মনে সর্বনাশী ক্ষণ
জীবন জয়ে প্রতিদিনই করছি নতুন পণ
জানি না হায় পাবো কিনা সুখের দিনের খোঁজ
ফাগুন জ্বালায় আগুন মনে সর্বনাশী ক্ষণ
স্বপ্ন কুড়াই স্বপ্ন হারাই নিহত হই রোজ।
২৩-০২-২০২২