দেখলা না এ বুকটা ছুঁয়ে
অনুরাগের জ্বর
ডিপ্রেশনে চোখ দুটি হয়
ব্যথার সরোবর।
অবহেলার আঁধার পথে
ঠেলে দেওয়ার মানে
পাথরচাপা ক্লোরোফিলহীন
ঘাসগুলোও জানে।
উপেক্ষার এই অহল্যাশোক
পুড়িয়ে করতে শেষ
আমিও হবো জলের মতো
হাওয়ায় নিরুদ্দেশ।
অনাদরের মলিন ধুলায়
মনটা গেছে ঢেকে
এই আমিটা নিখোঁজ হলে
আর পাবে না ডেকে।
০৬-১২-২০২৩