সন্ধ্যা নামার আগেই আমার চেতনার শহরে
নেমে আসে মেঘের মতোন অন্ধকার
খদ্দের শিকারে ত্রস্ত নিশিবালা
তখন বোধের দরজায় ঝুলে মস্ত বড়ো তালা।
এ শহর ঘুমালে আমার বাড়ে অনুরাগ
ইচ্ছেগুলো শীতের কাঁপন তুলে
বুকের ভেতরে জমে শীতক্লিষ্ট তুষার ধবল মাঘ।
কামনার তাপে বুকের বরফ গলে গলে হয় নদী
নাগরিক পথ নক্ষত্র আলোয় রাত পার হয়ে
খুঁজে উত্তাল উদধি।
রাত্রি শেষের অনেক গল্প জমে থাকে দিনের খোলসে
অপ্রাপ্তির বেদনারা কোথা থেকে এসে
চেপে বসে বুকে তুমুল আক্রোশে।
সকাল গড়ায় বিকেল গড়ায় হাজার কাজের ফাঁকে
গলির মোড়ের চায়ের দোকান গিলে খাই আর
চেয়ে থাকি তার ফেরার পথের বাঁকে।
চেয়ে থেকে থেকে অনুপম ইচ্ছাগুলো
উপেক্ষার অভিঘাতে মরে
কারুময় সুখ স্মৃতির ফসিল থরে থরে জমে
হৃদয়ের তেপান্তরে।
রাতের আঁধার আরো গাঢ় হয়, তবু খুঁজি
হারায়েছি যাকে
যতই আগাই শূন্যতা পিছনে রেখে যাই
ততই অতল জলের গুহায় নিঃসঙ্গতা পড়ে থাকে।
জলের ওপারে জল আকাশের ওপারে আকাশ
তারপরে আর কিছু নাই
উপেক্ষার আগুনে দগ্ধ হয়েও তাকে ফিরে পেতে চাই।
২৪-০১-২০২১